ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

জামিন পেলেন যুবলীগ নেতা আনিসের স্ত্রী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (২৯ নভেম্বর) আসামি সুমি রহমান তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত জামিনের এই আদেশ দেন।এদিন সুমি রহমানের আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আগামী ধার্য তারিখ (২ ডিসেম্বর) পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

ads

Our Facebook Page